ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ : তারেক রহমান Logo পানছড়ির জিয়ানগরে ভোট ফর ওয়াদুদ ভূইয়া-ভোট ফর ধানের শীষ ক্যাম্পেইন অনুষ্টিত Logo সব সরকারি কলেজে শিক্ষকদের ক্লাস বর্জন, পরীক্ষাও স্থগিত Logo ১৬ বছরের মধ্যে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা Logo জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ Logo শান্তি সম্মেলনে গাজা পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত Logo আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ নিরাপত্তা জোরদার Logo বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ মিয়ার শেষ বিদায়ে হাজার মানুষের ঢল Logo ঝালকাঠিতে এ্যাড. শাহাদাৎ হোসেনের গণসংযোগ Logo ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সচেতনতামূলক মহড়া

কুমিল্লায় হামলার প্রতিবাদে ৪৮ ঘণ্টার সময় দিলো রানা দাশগুপ্ত

Astha DESK
  • আপডেট সময় : ০৭:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • / ১০২৯ বার পড়া হয়েছে

কুমিল্লায় ঐক্য পরিষদের মিছিলে হামলা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন রানা দাশগুপ্ত

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের আটকের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লার রানীর বাজার সড়কে হামলার ঘটনা ঘটে।

হামলার প্রতিবাদে শাহবাগে রাস্তা অবরোধ রাখে। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয়।

এর আগে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের ব্যানারে সমাবেশ শুরু হয়।

সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দিলে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে ভোট দেওয়া সম্ভব নয়।

পরে কুমিল্লায় হামলার খবরে শাহবাগ মোড় অবরোধ করা হয়। শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ সরে যেতে বললে তাঁরা সরে যান এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত কুমিল্লায় হামলাকারীদের আটক ও শাস্তি দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

এ সময় রানা দাশগুপ্ত বলেন, ‘আপনারা (পুলিশ) আমাদের ওপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করতে পারবেন, লাঠিপেটা করতে পারবেন তাতে আমাদের দুঃখবোধ থাকবে না। কিন্তু ঘা খেতে খেতে আমাদের অবস্থানটা এমন দাঁড়িয়ে গেছে যে আজকে আমরা যন্ত্রণায় কাতর। আজকে আমাদের অন্তর জ্বলছে।

তিনি আরও বলেন, সংখ্যালঘুদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছে হুমকি দিচ্ছে এবং অনেকের নামে মিথ্যা মামলা দেওয়ার একটি সক্রিয় পাঁয়তারা চলছে। কুমিল্লায় সমাবেশে হামলা করা হয়েছে। যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে যদি তাদের শাস্তির আওতায় আনা না হয় তাহলে আমরা ঘরে থাকব না। পুলিশের অনুরোধ ও মানবিকতার দোহাই মানব না।

রানা দাশগুপ্ত বলেন, কুমিল্লার এমপি বাহারকে মনোনয়ন দেওয়া হলে আমরা তাঁকে ভোট দিতে পারব না। মুন্সিগঞ্জের এমপি মৃণাল কান্তিকে স্থানীয় পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব মালাউন বলে গালিগালাজ করেছে। আমরা এসবের শাস্তি দাবি করছি। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথ ব্যবস্থা নেবেন।

ট্যাগস :

কুমিল্লায় হামলার প্রতিবাদে ৪৮ ঘণ্টার সময় দিলো রানা দাশগুপ্ত

আপডেট সময় : ০৭:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

কুমিল্লায় ঐক্য পরিষদের মিছিলে হামলা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন রানা দাশগুপ্ত

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের আটকের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লার রানীর বাজার সড়কে হামলার ঘটনা ঘটে।

হামলার প্রতিবাদে শাহবাগে রাস্তা অবরোধ রাখে। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয়।

এর আগে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের ব্যানারে সমাবেশ শুরু হয়।

সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দিলে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে ভোট দেওয়া সম্ভব নয়।

পরে কুমিল্লায় হামলার খবরে শাহবাগ মোড় অবরোধ করা হয়। শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ সরে যেতে বললে তাঁরা সরে যান এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত কুমিল্লায় হামলাকারীদের আটক ও শাস্তি দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

এ সময় রানা দাশগুপ্ত বলেন, ‘আপনারা (পুলিশ) আমাদের ওপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করতে পারবেন, লাঠিপেটা করতে পারবেন তাতে আমাদের দুঃখবোধ থাকবে না। কিন্তু ঘা খেতে খেতে আমাদের অবস্থানটা এমন দাঁড়িয়ে গেছে যে আজকে আমরা যন্ত্রণায় কাতর। আজকে আমাদের অন্তর জ্বলছে।

তিনি আরও বলেন, সংখ্যালঘুদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছে হুমকি দিচ্ছে এবং অনেকের নামে মিথ্যা মামলা দেওয়ার একটি সক্রিয় পাঁয়তারা চলছে। কুমিল্লায় সমাবেশে হামলা করা হয়েছে। যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে যদি তাদের শাস্তির আওতায় আনা না হয় তাহলে আমরা ঘরে থাকব না। পুলিশের অনুরোধ ও মানবিকতার দোহাই মানব না।

রানা দাশগুপ্ত বলেন, কুমিল্লার এমপি বাহারকে মনোনয়ন দেওয়া হলে আমরা তাঁকে ভোট দিতে পারব না। মুন্সিগঞ্জের এমপি মৃণাল কান্তিকে স্থানীয় পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব মালাউন বলে গালিগালাজ করেছে। আমরা এসবের শাস্তি দাবি করছি। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথ ব্যবস্থা নেবেন।