শিরোনাম:
কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
Habibur Rahman Monna
- আপডেট সময় : ০৬:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ১০৩৫ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামির নাম মো. তৌহিদুল ইসলাম। তিনি নগরীর শাসনগাছা এলাকার মনসুর মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৪ জানুয়ারি) গভীর রাতে কোতয়ালি মডেল থানায় কর্মরত এসআই শেখ মফিজুর রহমান অন্য পুলিশ সদস্যদের নিয়ে একটি মাদকবিরোধী অভিযান চালান। ওই সময় তিনি ৪ নং আমড়াতলী ইউনিয়নের বানাসুয়ায় ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেন।
ওসি মো. ফিরোজ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় নিয়মিত মাদকদব্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক আস্থা /মুন্না















