DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে কলেজের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

DoinikAstha
সেপ্টেম্বর ৬, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ খাগড়াছড়ি সরকারী কলেজের টয়লেট থেকে নবজাতক এক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীর সূত্র মতে জানা গেছে, সকাল সাড়ে এগারোটার দিকে কোন মা টয়লেটের কমোডে বাচ্চাটি প্রসব করে ফেলে চলে যায়। কলেজের অফিস সহায়ক রেনু ধর শিশু সন্তানদের কান্নার শব্দ শুনে টয়লেট থেকে উদ্ধার করে খাগড়াছড়ি মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। শিশুটি অসুস্থ থাকায় তাকে হাসপাতালে পরিচর্যা করা হচ্ছে।

একটি সূত্র দাবী করেছে, মা ও শিশু হাসপাতালের স্টাফ ও ৩ ছেলে সন্তানের জনক, শিশুটিকে দন্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং শিশুটির পরিচর্যাসহ সকল ব্যয় ভার বহন করছে। শহর সমাজ সেবা কর্মকর্তা নাজমুল আহসান বলেন, অনেকে বাচ্চাটি দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বাচ্চাটির পরিচয় নিশ্চিত না হওয়া গেলে যথাযথ আইনি প্রক্রিয়ায় বাচ্চাটিকে দত্তক দেওয়া হবে। খাগড়াছড়ি জেলা আধুনিক হাসপাতালে ডাক্তার রিপল বাপ্পী বলেন, বাচ্চাটি ভালো আছে, তাকে পরিচর্যা করা হচ্ছে।

আরো পড়ুন :  অগ্রসর কর্মী শিক্ষা শিবির/২৫ খাগড়াছড়িতে সম্পন্ন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]