খাগড়াছড়িতে ক্রীড়া সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৬:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ১১০৫ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ক্রীড়া সামগ্রী বিতরণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৪ অক্টোবর ) বিকাল ৪টায় জেলা শহরের মহাজনপাড়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে জেলার ৯টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
লেন ৯নং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিস বাসন্তী চাকমা।
এ সময় মিস বাসন্তী চাকমা এমপি শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
১০টি ক্লাব ও ১০ সংগঠনের মাঝে এসব সামগ্রী বিতরণ শেষে এমপি বলেন, খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। খেলাধুলা মানুষের মানসিক প্রশান্তি দেয়। এবং শিক্ষার্থীদের বাজে আড্ডা থেকে দূরে রাখবে। আমি দেখেছি দূর্গম এলাকায় শিশুরা বল খেলতে না পেরে জাম্বুরা দিয়ে বল খেলতে। আমি নিজেও ছোট বেলায় বল খেলতে ভালোবাসতাম। এজন্য আমি সবসময় আমার গাড়িতে কয়েকটি বল রাখতাম। যদি কখনো দূর্গম এলাকার ঐ সব শিশুদের আমার চোখে পড়ে আমি বল দিয়ে দিই। তখন তারা বল পেয়ে কি যে খুশী হয় তা বলে বোঝানো যাবে না। আর আমাদের পাহাড়ে অনেক প্রত্যন্ত এলাকায় শিক্ষার্থী বা স্কুল আছে তারা খেলা ধুলা সামগ্রীর অভাবে খেলতে পারে না। আর যাতে সেসব শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য স্কুল ও ক্লাবগুলোর মাঝে সরকারের পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।











