DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি রিজিয়নের বঙ্গলতলীতে দুই অস্ত্রধারী আটক

DoinikAstha
আগস্ট ১৩, ২০২১ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ি রিজিয়নের বঙ্গলতলীতে দুই অস্ত্রধারী আটক

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার, বঙ্গলতলীতে অভিযান চালিয়ে ইউনাইট্রেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট এর দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে সেনা বাহীনি।

সেনা বাহীনির সূত্র মতে জানাযায়, গোপন সূত্রের ভিক্তিতে শুক্রবার ভোর সাড়ে ৩ টার দিকে বাঘাইহাট জোনের বিশেষ অপারেশন টিম, করেংগাতলী আর্মি ক্যাম্পের সাড়ে ৪ কিলোমিটার উত্তর দিকে, উত্তর বঙ্গলতলী নামক এলাকায় অভিযান চালিয়ে ওমর চাকমা (৩৪) ও রকেট চাকমা (২২) নামে, দুইজন বিচ্ছিন্নতাবাদী অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে আটক করে।

দীর্ঘদিন যাবৎ করেংগাতলী এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সাথে তারা জড়িত ছিল। ওমর চাকমা ও রকেট চাকমাকে আটকের পর তল্লাশী করে তাদের কাছ থেকে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহীনির জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হবে জানাগেছে।

আরো পড়ুন :  খাগড়াছড়িতে এনসিপি’র নেত্রী ও নেতার পাল্টাপাল্টি জিডি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]