খাগড়াছড়িতে যুবকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৪:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ১০২২ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়া এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে তার মরাদেহ উদ্ধার করা হয়।
মৃত মামুন (৩০) মধ্যশালবাগান এলাকার মৃত নূর নবীর সন্তান। এলাকাবাসী ধারণা করছে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন শালবাগান নিজ এলাকায় কাঠের ফার্নিচারের ব্যবসা করেন। তার মরদেহের পাশে একটি মোটরসাইকেল পড়েছিলো।
পারিবারিক সূত্রে জানা যায়, মামুন পানখাইয়া এলাকায় হাতপা বাঁধা অবস্থায় পরে রয়েছে। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, হাসপাতাল থেকে জানানো হয়েছে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুরুতহাল রিপোর্ট তৈরি করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।