গাইবান্ধায় ডিবির ওসি মোস্তাফিজুর রহমান কে বিদায়ী সংবর্ধনা
- আপডেট সময় : ০৬:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১১০৭ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ডিবির ওসি মোস্তাফিজুর রহমান কে বিদায়ী সংবর্ধনা
গাইবান্ধা জেলার গোয়েন্দা পুলিশ শাখার (ডিবি পুলিশের )অফিসার ইনচার্জ ওসি মো: মোস্তাফিজুর রহমান এর বিদায় উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
২০ ডিসেম্বর রবিবার উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এসময় সিনিয়র সহকারি পুলিশ সুপার সি-সার্কেল আসাদুজ্জামান , অতিরিক্ত সহকারি পুলিশ সুপারসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ ও জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী ওসি ডিবি কে সফলতার সহিত দায়িত্বপালন কালের স্বীকৃতিস্বরুপ ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার ।
উল্লেখ্য, ওসি ডিবি মোস্তাফিজুর রহমান জেলার বিভিন্ন থানায় সফল ও জনবান্ধব অফিসার ইনচার্জ হিসাবে সুনামের সহিত দায়িত্বপালন করেন বর্তমান সময়ে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি হিসাবে সফলতার সহিত দায়িত্ব পালনকালে বদলি জনিত কারণে গাইবান্ধা জেলা হতে রংপুর জেলা পুলিশে বদলি হওয়ায় তাকে এ বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়।
আরও পড়ুন ঃডিবি পুলিশের হাতে ভুয়া ডিবি পুলিশ আটক
ওসি ডিবির চৌকশ এ পুলিশ অফিসারের বিদায়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর জেলার বিশেষ করে গণমাধ্যমেকর্মীরা সহ সচেতন রাজনৈতিক , সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ হতে তাহার কর্মময় জীবনের আরো সফলতা কামনা করে আগামীর কর্মস্থলের সফলতা কামনা করেন ।