DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২২শে জুন ২০২৪
ঢাকাশনিবার ২২শে জুন ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গুইমারায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলো ইউএনও

Abdullah
নভেম্বর ১৩, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

গুইমারায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলো ইউএনও

 

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

অসহায় মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেছেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। কনকনে শীতে কোমলমতি শতাধিক শিশু সকাল বেলায় হাজাপাড়া নুরানি মাদ্রাসায় পড়তে কষ্ট হয়, এমন খবর শুনেই নিজ উদ্যোগে শীত বস্ত্র কম্বল নিয়ে মাদ্রাসায় গিয়ে বিতরন করেছেন।

আজ সোমবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার হাজাপাড়া নুরানি মাদ্রাসায় শীত বস্ত্র হিসেবে কম্বল গুলো বিতরন করা হয়েছে।

পরে অতিদরিদ্রদের জন্য ইউজিপিপি কর্মসূচির কাজ পরিদর্শন করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। এর আগে উপজেলার মাদ্রাসাসহ বিভিন্ন জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ সহযোগিতা বিতরন করেন।

এসময় গুইমারা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলম, মাদ্রাসার পরিচালক মাওলানা গোলাম মোস্তফা, সমাজ সর্দার আব্দুল মালেকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে মাদ্রাসার পরিচালক মাওলানা গোলাম মোস্তফা বলেন, সকাল বেলায় ছোট ছোট ছেলে মেয়েরা মাদ্রাসার ফ্লোরে পড়া লেখা করে। শীতে কষ্ট পায়।বিষয়টি কোন মাধ্যমে শুনেছেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী

আজ বিকাল বেলায় তিঁনি নিজের গাড়িতে করে কম্বল নিয়ে আসেন মাদ্রাসায়। এমন মানবিক সেবার জন্য অসাম্প্রদায়িক ও মানবিক কর্মকর্তা পাওয়া বর্তমান সময়ে অনেক কঠিন বিষয়।মহান আল্লাহ তার পরিবারসহ সকলকে নেক হায়াত দান করুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, শিশুরা শীতের কারনে সকাল বেলায় লেখা পড়ায় অসুবিধে হয় বিষয়টা জেনে এমন উদ্যোগ নিয়েছেন। সার্বক্ষণিক মানুষের সেবায় কাজ করার ব্রত নিয়ে গুইমারা উপজেলায় দায়িত্ব পালন করছেন। সকলের সার্বিক সহযোগিতা পেলে গুইমারাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৫২
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৪৬
 • ১২:০৩
 • ৪:৪০
 • ৬:৫২
 • ৮:১৮
 • ৫:১১