ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

গুডবাই জানিয়ে দিতে চেয়েছিলেন নেইমার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃবর্তমান সময়ে বিশ্বে সেরা তিন-চারজন ফুটবলারের একজন গণ্য করা হয় তাকে। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিলেও নেইমার ডি সিলভা জুনিয়রের আবেদন এতটুকু কমেনি। এখনও ব্রাজিল ফুটবলের পোস্টারবয় তিনি। ইউরোপিয়ান ফুটবলেও দিনে দিনে প্রভাব বিস্তার করে চলেছেন। গত বছর নিজের দল প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) তুলে দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

সেই নেইমারই কি না একবার ফুটবলকেই গুডবাই জানিয়ে দিতে চেয়েছিলেন। সম্প্রতি গাফার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, নিজের ফুটবল জীবনের অনেক কিছুই সেই সাক্ষাৎকারে প্রকাশ করেছেন নেইমার। জানিয়েছেন, মাঝে-মধ্যেই আর ফুটবলকে ভালোবাসতে পারেন না তিনি।

গাফারের সঙ্গে সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি একবার নিজেকে প্রশ্ন করেছিলাম, ফুটবল নিয়ে এগিয়ে যাবো নাকি একে গুডবাই জানিয়ে দেবো?’

কেন এ চিন্তা এসেছিল তার মাথায়? নেইমার জবাব দিচ্ছেন, ‘একদিন আমি নিজের বাড়িতে ছিলাম। এ সময় আমার মাথায় অনেক কিছুই এসে উপস্থিত হয়। আমার মাথা ঘুরতে থাকে পৃথিবীর প্রতিটি স্থানে। তখন চিন্তা করতে শুরু করি, আজ যা অর্জন করেছি এসব বিষয় নিয়ে। তবে ফুটবলের প্রতি ভালবাসা আমাকে শান্ত রাখে এবং মাটিতে নামিয়ে আনে।’

বার্সেলোনার সাবেক এই তারকা ফুটবলার স্বীকার করেন, কোনো চাপ কখনোই তাকে কাবু করতে পারে না। তিনি বলেন, ‘আমি এমন এক ব্যক্তি, যাকে চাপ কখনো স্পর্শ করতে পারে না। এ কারণেই আমি ব্রাজিল এবং পিএসজির ১০ নম্বর জার্সিধারি খেলোয়াড়।’

পিএসজি এবং ব্রাজিলের হয়ে খেলতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন নেইমার। তিনি বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবান যে ব্রাজিল এবং পিএসজির মত দলের হয়ে খেলতে পারছি। আমি জানি, সব সময়ই এই দুটি দলকে শতভাগ নিজেকে উজাড় করে দিতে হবে এবং আমি সেটা দিইও। কারণ, সমর্থকরা আমার কাছ থেকে সেটাই প্রত্যাশা করে।’

ট্যাগস :

গুডবাই জানিয়ে দিতে চেয়েছিলেন নেইমার

আপডেট সময় : ০২:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্কঃবর্তমান সময়ে বিশ্বে সেরা তিন-চারজন ফুটবলারের একজন গণ্য করা হয় তাকে। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিলেও নেইমার ডি সিলভা জুনিয়রের আবেদন এতটুকু কমেনি। এখনও ব্রাজিল ফুটবলের পোস্টারবয় তিনি। ইউরোপিয়ান ফুটবলেও দিনে দিনে প্রভাব বিস্তার করে চলেছেন। গত বছর নিজের দল প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) তুলে দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

সেই নেইমারই কি না একবার ফুটবলকেই গুডবাই জানিয়ে দিতে চেয়েছিলেন। সম্প্রতি গাফার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, নিজের ফুটবল জীবনের অনেক কিছুই সেই সাক্ষাৎকারে প্রকাশ করেছেন নেইমার। জানিয়েছেন, মাঝে-মধ্যেই আর ফুটবলকে ভালোবাসতে পারেন না তিনি।

গাফারের সঙ্গে সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি একবার নিজেকে প্রশ্ন করেছিলাম, ফুটবল নিয়ে এগিয়ে যাবো নাকি একে গুডবাই জানিয়ে দেবো?’

কেন এ চিন্তা এসেছিল তার মাথায়? নেইমার জবাব দিচ্ছেন, ‘একদিন আমি নিজের বাড়িতে ছিলাম। এ সময় আমার মাথায় অনেক কিছুই এসে উপস্থিত হয়। আমার মাথা ঘুরতে থাকে পৃথিবীর প্রতিটি স্থানে। তখন চিন্তা করতে শুরু করি, আজ যা অর্জন করেছি এসব বিষয় নিয়ে। তবে ফুটবলের প্রতি ভালবাসা আমাকে শান্ত রাখে এবং মাটিতে নামিয়ে আনে।’

বার্সেলোনার সাবেক এই তারকা ফুটবলার স্বীকার করেন, কোনো চাপ কখনোই তাকে কাবু করতে পারে না। তিনি বলেন, ‘আমি এমন এক ব্যক্তি, যাকে চাপ কখনো স্পর্শ করতে পারে না। এ কারণেই আমি ব্রাজিল এবং পিএসজির ১০ নম্বর জার্সিধারি খেলোয়াড়।’

পিএসজি এবং ব্রাজিলের হয়ে খেলতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন নেইমার। তিনি বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবান যে ব্রাজিল এবং পিএসজির মত দলের হয়ে খেলতে পারছি। আমি জানি, সব সময়ই এই দুটি দলকে শতভাগ নিজেকে উজাড় করে দিতে হবে এবং আমি সেটা দিইও। কারণ, সমর্থকরা আমার কাছ থেকে সেটাই প্রত্যাশা করে।’