গ্যাবনে ক্ষমতা নিল সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্কঃ
আফ্রিকার দেশ গ্যাবনের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অজুহাতে রাষ্ট্রক্ষমতা দখল করেছেন সেনাবাহিনী। নির্বাচনের ফল ঘোষণার পর আজ বুধবার (৩০আগষ্ট) একদল শীর্ষ সেনা কর্মকর্তা অভ্যুত্থান ঘটিয়েছে। সূত্র-এএফপি ও আল জাজিরা।
আজ বুধবার সকালে গ্যাবনের সেনাদল গ্যাবন ২৪ টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে ঘোষণা দেন, তাঁরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছেন এবং গ্যাবন প্রজাতন্ত্রের সব প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছেন।
গ্যাবনের নির্বাচন ৫৬ বছরে ধরে চলছে এক পরিবারের শাসন, জয়ের আশা ছিলো বিরোধীদের। তবে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ায় বিরোধীদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।
নির্বাচনের ফল তুলে ধরে আল জাজিরা বলছে, বর্তমান প্রেসিডেন্ট আলী বঙ্গো ওনডিম্বা ৬৪ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলবার্ট ওন্ডো ওসা ৩০ দশমিক ৭৭ শতাংশ ভোট পান।