চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে ‘পদ বঞ্চিত’ ছাত্রদলে তালা
রানা সাত্তারঃ
ছাত্রদলের ‘পদবঞ্চিত’ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। আজ শনিবার (২৬ আগষ্ট) সকাল ১১ টার দিকে নগরের কোতোয়ালি থানার দোস্ত বিল্ডিং অবস্থিত কার্যালয়ে এ তালা ঝুলিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী, জিয়াউল হক জুনায়েদ, আজিম উদ্দীনসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজের নেতারা।
নেতা-কর্মীদের অভিযোগ, প্রবাসী, ব্যাংক-বিমা প্রতিষ্ঠানের কর্মচারী, বিবাহিত, সন্তানের বাবাদের নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নিজেকে পদ বঞ্চিত ছাত্রদল নেতা জিয়াউল হক অভিযোগ করে বলেন, ঘোষিত ৪২ সদস্যের কমিটির অনেকেই বিবাহিত, প্রবাসী, ব্যাংক-বিমা প্রতিষ্ঠানের কর্মচারী। আমি কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, কমিটির বিষয়ে তিনি কিছুই জানেন না। কেন্দ্রীয় বিএনপির ছাত্রদল বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হককে খুশি করার জন্য পকেট কমিটি দিয়েছেন। আমরা দ্রুত কমিটি বাতিল চাই, নতুন কমিটি ঘোষণার দাবি জানাই।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এনামুল হক বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি কমিটি গঠন করেছে। কারও কোনো অভিযোগ থাকলে তাদের সঙ্গে আলাপ করে নেবে। বিএনপির কার্যালয়ে তালা দেওয়া লোকজন ছাত্রদলের নেতা-কর্মী হতে পারে না।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান দলীয় কার্যালয়ে ছাত্রদলের তালা দেওয়ার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
১১ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের সই করা বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা ছাত্রদলের ৪২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে রবিউল হোসেনকে আহ্বায়ক ও কামরুদ্দীন সবুজকে সদস্যসচিব করা হয়।