ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল Logo বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্র Logo পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন Logo পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি Logo পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার ও চিকিৎসা সেবা প্রদান Logo কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন Logo ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল Logo পানছড়িতে শিক্ষার্থীর হাতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের অনুদান তুলে দিলো স্বেচ্ছা সেবক দল Logo পানছড়িতে অসহায়, গরীব ও দুস্থের মাঝে ৩ বিজিবির মানবিক সহায়তা বিতরণ

চাঁদের ৪ আত্মীয়কে আটকের অভিযোগ বিএনপি’র

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • / ১০৪৪ বার পড়া হয়েছে

চাঁদের ৪ আত্মীয়কে আটকের অভিযোগ বিএনপি’র

 

স্টাফ রিপোর্টারঃ

 

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু সাঈদ চাঁদের মেয়েসহ চার আত্মীয়কে আটক করা হয়েছে বলে দাবি করে বিবৃতিতে নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (২৪ মে) কোভিডে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিবের নামে সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে আবু সাঈদ চাঁদের মেয়ে জাকিয়া সুলতানা ও তার ৪ বছর বয়সী শিশু আরিশা, জাকিয়ার বড় বোনের মেয়ে মাসুদা আক্তার এবং ছোট মেয়ের জামাই শেখ সালাউদ্দিন আহমেদকে আটক ও জিজ্ঞাসাবাদের নামে হয়রানির যে অমানবিকতা শুরু করেছে সেটির নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।

 

তিনি বলেন, ৪ বছরের অবুঝ শিশুসহ আটক নারীদের জীবনের নিরাপত্তা নিয়ে আবু সাঈদের অন্যান্য আত্মীয়-স্বজন এবং আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বর্তমান ফ্যাসিস্ট সরকারের শাসনামলে নারীদের মানসম্মান ভূলুণ্ঠিত ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন অব্যাহত রয়েছে। অপরাধ না করেও নারী-পুরুষদের অপরাধী বানিয়ে কারান্তরীণ করা হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, আমরা একটি স্বাধীন দেশের মানুষ নই, বাংলাদেশকে যেন এক আদিম ও বর্বর যুগে ঠেলে দেওয়া হয়েছে।

 

মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী কর্তৃত্ববাদী সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে এখন বেসামাল হয়ে উঠেছে। তাই অবৈধ শাসক গোষ্ঠী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন চালিয়ে তাদের ভিত সন্ত্রস্ত করার কৌশল অবলম্বন করেছে। কিন্তু কোন নিষ্ঠুর নিপীড়ন-নির্যাতনেও জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে না পেরে রাষ্ট্রশক্তির যথেচ্ছ অপব্যবহার অব্যাহত রেখেছে।

 

‘আওয়ামী লীগ নেতারা প্রায়শই বিএনপির নেতৃবৃন্দকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন’ উল্লেখ করে তিনি বলেন, আবু সাঈদ চাঁদের বক্তব্যকে অজুহাত হিসেবে নিয়ে বর্তমান শাসক গোষ্ঠী ঘৃণ্য অপরাজনীতি ও জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। দেশবাসীর কাছে আমাদের প্রশ্ন-অবুঝ শিশু সন্তানসহ গ্রেপ্তার নারীদের অপরাধ কী? আসলে নানা অপকর্মের মাধ্যমে জনগণকে ভীত-সন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতার মসনদ চিরস্থায়ী করাই বর্তমান শাসক গোষ্ঠীর একমাত্র লক্ষ্য। তবে আওয়ামী অবৈধ সরকার যতই ষড়যন্ত্র ও কূটকৌশল করুক না কেন জনগণের রোষানল থেকে রেহাই পাবে না।

ট্যাগস :

চাঁদের ৪ আত্মীয়কে আটকের অভিযোগ বিএনপি’র

আপডেট সময় : ১২:০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

চাঁদের ৪ আত্মীয়কে আটকের অভিযোগ বিএনপি’র

 

স্টাফ রিপোর্টারঃ

 

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু সাঈদ চাঁদের মেয়েসহ চার আত্মীয়কে আটক করা হয়েছে বলে দাবি করে বিবৃতিতে নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (২৪ মে) কোভিডে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিবের নামে সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে আবু সাঈদ চাঁদের মেয়ে জাকিয়া সুলতানা ও তার ৪ বছর বয়সী শিশু আরিশা, জাকিয়ার বড় বোনের মেয়ে মাসুদা আক্তার এবং ছোট মেয়ের জামাই শেখ সালাউদ্দিন আহমেদকে আটক ও জিজ্ঞাসাবাদের নামে হয়রানির যে অমানবিকতা শুরু করেছে সেটির নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।

 

তিনি বলেন, ৪ বছরের অবুঝ শিশুসহ আটক নারীদের জীবনের নিরাপত্তা নিয়ে আবু সাঈদের অন্যান্য আত্মীয়-স্বজন এবং আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বর্তমান ফ্যাসিস্ট সরকারের শাসনামলে নারীদের মানসম্মান ভূলুণ্ঠিত ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন অব্যাহত রয়েছে। অপরাধ না করেও নারী-পুরুষদের অপরাধী বানিয়ে কারান্তরীণ করা হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, আমরা একটি স্বাধীন দেশের মানুষ নই, বাংলাদেশকে যেন এক আদিম ও বর্বর যুগে ঠেলে দেওয়া হয়েছে।

 

মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী কর্তৃত্ববাদী সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে এখন বেসামাল হয়ে উঠেছে। তাই অবৈধ শাসক গোষ্ঠী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন চালিয়ে তাদের ভিত সন্ত্রস্ত করার কৌশল অবলম্বন করেছে। কিন্তু কোন নিষ্ঠুর নিপীড়ন-নির্যাতনেও জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে না পেরে রাষ্ট্রশক্তির যথেচ্ছ অপব্যবহার অব্যাহত রেখেছে।

 

‘আওয়ামী লীগ নেতারা প্রায়শই বিএনপির নেতৃবৃন্দকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন’ উল্লেখ করে তিনি বলেন, আবু সাঈদ চাঁদের বক্তব্যকে অজুহাত হিসেবে নিয়ে বর্তমান শাসক গোষ্ঠী ঘৃণ্য অপরাজনীতি ও জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। দেশবাসীর কাছে আমাদের প্রশ্ন-অবুঝ শিশু সন্তানসহ গ্রেপ্তার নারীদের অপরাধ কী? আসলে নানা অপকর্মের মাধ্যমে জনগণকে ভীত-সন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতার মসনদ চিরস্থায়ী করাই বর্তমান শাসক গোষ্ঠীর একমাত্র লক্ষ্য। তবে আওয়ামী অবৈধ সরকার যতই ষড়যন্ত্র ও কূটকৌশল করুক না কেন জনগণের রোষানল থেকে রেহাই পাবে না।