DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে বিরোধ ভায়ের হা‌তে শ্যালক খুন

DoinikAstha
জানুয়ারি ২, ২০২১ ৮:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার বড়বলদিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বাক বিতন্ডার এক পর্যা‌য়ে চাচাত দুলাভায়ের লাঠির আঘাতে শ্যালক শফিকুল ইসলাম (৪০) ঘটনাস্থ‌লেই মারাযায়। শুক্রবার রাত ৮ টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। নিহত শ‌রিফুল ওই গ্রা‌মের মৃত. শুকুর আলীর ছে‌লে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বলদিয়া গ্রামের আব্দুস সামাদের ঘরজামায় কালাম বাঙ্গাল ও মৃত. শুকুর আলীর ছে‌লে শফিকুলদের মধ্যে শ‌রিকানা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার রাত ৮  টার দিকে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ঘরজামায় কালাম বাঙ্গাল কাঠের বাটাম দি‌য়ে শফিকুলকে আঘাও কর‌লে সে ঘটনাস্থলেই মারা যান।

সংবাদ পে‌য়ে দর্শনা থানার এস আই সাইফুল ইসলাম, এ এস আই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গি‌য়ে লাশ‌টি উদ্ধার ক‌রে থানায় এ‌নে‌ছে।এ ঘটনায় উভয় পক্ষের আরও পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে। দর্শনা থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের আটক কর‌তে ই‌তিম‌ধ্যে পু‌লি‌শি তৎপরতা শুরু
হ‌য়ে‌ছে।  # #

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।