DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনের পর ‘প্রীতিলতা’র শুটিংয়ে ফিরছেন পরী

DoinikAstha
সেপ্টেম্বর ১১, ২০২১ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জামিনে মুক্ত ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি ‘প্রীতিলতা’ সিনেমার শেষ ধাপের শুটে অংশ নিতে যাচ্ছেন অক্টোবরের শেষ সপ্তাহে। চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে এই শুট হবে। এরই মধ্যে তার প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়িকা।

পরীর বাসায় সিনেমাটি নিয়ে মিটিং শেষে সিনেমাটির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী এনটিভি অনলাইনকে বলেছেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার। এই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতির দরকার আছে। তাঁকে মানসিকভাবে প্রস্তুতির জন্য সময় দিচ্ছি আমরা। আগামী ২৪ অক্টোবর পরীর জন্মদিন। আমরা পরিকল্পনা করেছি তারপরই শুটে যাব। মানে, অক্টোবরের শেষ সপ্তাহে বলা যায়।’

গোলাম রাব্বানীর রচনায় সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। গেল বছরের নভেম্বরে সিনেমাটির শুট শুরু হয়। রাজধানীর উত্তরা, তেজগাঁও ও পুরান ঢাকায় মাত্র আট দিন সিনেমাটির প্রথম লটের শুট হয়। সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে পরী মণি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা। শেষ লটে নতুন আরও শিল্পী যুক্ত হবেন।

সিনেমাটির একটি গানে কণ্ঠ দিয়েছেন কবির সুমন, আরেকটি গান থাকছে সাব্বির নাসিরের কণ্ঠে। কসটিউম ডিজাইনার হিসেবে আছেন বিবি রাসেল।

সবশেষ ২৯ মে ‘মুখোশ’ সিনেমার শুটিং শেষ করেন পরী। বর্তমানে পরী মণির হাতে আছে নির্মাতা চয়নিকা চৌধুরীর ওয়েব চলচ্চিত্র ‘অন্তরালে’ এবং নির্মাতা সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘বায়োপিক’। গুঞ্জন আছে, চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালায় ‘গুনিন’ শিরোনামের ফিচার ফিল্মে দেখা যাবে তাঁকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১