সিয়াম সরকার জানঃ জন্মদিন মানুষের জীবনে খুবই বিশেষ একটি দিন। এমনকি অনন্ত যাত্রার পরেও এই দিনটি বিশেষই থাকে। নশ্বর জীবনে জন্মদিন যেনো অবিনশ্বর।
জন্মদিনকে ঘিরে অনেকে অনেক রকম আয়োজন করে থাকে। কেউ কেউ করে কর্তৃত্বপ্রকাশক অপচয় আবার কেউ কেউ মহত্ত্ব দেখানোর উপায় হাতড়ে বেড়ায়। আজ ৩১শে অগাস্ট, এই দিনে জন্মেছিলো একটি মেয়ে, একটি মায়াবী সুন্দরী মেয়ে, নাম তার মন্দিরা চক্রবর্তী পূজা। মেয়েটি বড় হয়ে গেছে কালের অপ্রতিরোধ্য যাত্রায়।
নিজের জন্মদিনের মহিমাকে ধরে রাখতে মন্দিরা তার স্বভাব মতো পাশে দাঁড়িয়েছে পথশিশুদের, অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। নিজের জন্মস্থান খুলনায় এবার মন্দিরা’র জন্মদিনকে মহিমান্বিত করার জন্য প্রায় দেড়শো পথশিশু ও অসহায় মানুষকে উপহার সামগ্রী দেয়া হবে। প্রতি বছরই এমন আয়োজন করা হয়ে থাকে।
এ প্রসঙ্গে মন্দিরা বলেন, আমার বার্থডে আমার কাছে খুবই স্পেশাল, আর এই স্পেশাল ডে-টাকে আমি সবার সাথেই ভাগ করে নিতে চাই। এই ভাগ করে নেয়ার প্রবণতা থেকেই মূলত এমন উদ্যোগ। ছোটবেলা থেকেই এমন হয়ে আসছে। আশা করি, ভবিষ্যতেও করে যেতে পারবো।