জ্বালানি নিয়ে ডুবে যাচ্ছে সাগর নন্দিনী ২ “ফলোআপ”
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণের পর ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ধীরে ধীরে ডুবছে সাগর নন্দিনী-২।
নৌ পুলিশ সুপার কফিল আহমেদ বলেছে, ৭ লাখ পেট্রোল ও ৪ লাখ ডিজেল মোট ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে সাগর নন্দিনী ২ ধীরে ধীরে ডুবে যাচ্ছে। জাহাজটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে জাহাজটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ নির্ভীক রওনা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোঃ সেলিম বলেন, তাদের উদ্ধারকারী জাহাজের ধারণ ক্ষমতা ২৫০ টন। কিন্তু ডুবতে যাওয়া সাগর নন্দিনী-২ জাহাজের তেলসহ ওজন এখন ৭০০ টন। তাছাড়া, এই জাহাজটি গত বছর ২৫ ডিসেম্বর ভোলার তুলাতলি নদীতে আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তেলসহ ডুবে যায়। তাৎক্ষণিকভাবে তখন তেল আনলোড করে জাহাজটি উদ্ধার করা হয়। একই কৌশলে শনিবার তেল খালাস করা শুরু হবে।
প্রসঙ্গত, শনিবার দুপুর সোয়া ২টার দিকে শহরের সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ের রাজাপুর গ্রামের কাছে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এর পেছনের অংশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের চার জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন জাহাজের চার কর্মচারী।