DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত-২

Astha Desk
আগস্ট ২১, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত-২

স্টাফ রিপোর্টারঃ

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় মিনিট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। আজ সোমবার (২১আগস্ট) সকাল ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার শিবপুর গ্রামের মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম (৫২) ও একই গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম (৪০)।

 

আহতরা হলো, একই গ্রামের আব্দুল গনির ছেলে আসাদুল হক (৫৫), মৃত নিয়ামত মণ্ডলের ছেলে আনারুল ইসলাম (৫০), ওয়াজ মণ্ডলের ছেলে জানু উদ্দিন (৪৫), মজনু আলীর ছেলে আজিজুল হক (৪১), ছলিম উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৩০) ও তমির উদ্দিনের ছেলে দিপু মিয়া (১৯)।
আহতদের মধ্যে আসাদুল হক, আব্দুস সামাদ ও দিপু মিয়াকে সদর হাসপাতালে ও বাকীদের আলমডাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, আজ সোমবার সকালে ইজিবাইকযোগে কাজে যাওয়ার সময় হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক ইজিবাইকটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা সাজিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন ও আহত হন আরও সাতজন। মিনিট্রাকটি জব্দ করা হলেও চালক, সহকারী পালিয়ে গেছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১