DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৯ই মে ২০২৫
ঢাকাশুক্রবার ৯ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও সদর থানার ওসি প্রত্যাহার

Astha Desk
মে ১১, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও সদর থানার ওসি প্রত্যাহার

মোঃ হানিফ বিন রফিক/ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে মারপিটের ঘটনায় মামলার পর সদর থানার ওসি মোঃ কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

 

জানা যায়, ঠাকুরগাঁও জেলায় বৈশাখী মেলার সামনে থেকে যুবলীগ নেতা আসাদুজ্জামান পুলক ও রকিকে তুলে থানায় নিয়ে বেধরক মারপিট করে হাত ভেঙ্গে দেন সদর থানার ওসিসহ ৫ পুলিশ। পরে পূলককে পুলিশ হাসপাতালে নিয়ে নামমাত্র চিকিৎসা দিলেও হাতের এক্স-রে করার কথা বললেও পুলিশ তা করাই নি।

 

পরে মেলা কর্তৃপক্ষের লিখিত কোন অভিযোগ না পেয়ে ১৫১ ধারায় একটি মামলা রজু করে। পরদিন পুলক ও রকিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। গত ২ মে পুলক ও রকির জামিন মঞ্জুর হলে সে ভাঙ্গা হাতের এক্সরে করে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

পরে গত ১০ মে বুধবার ভুক্তভোগী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক বাদী হয়ে সদর থানার ওসি মোঃ কামাল হোসেনসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঠাকুরগাঁও বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

 

বুধবার (১০ মে) রাতে রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তাকে বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ করে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১