তিন শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন “ফলোআপ”
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার হাতিবান্ধায় তিস্তা নদীতে অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় নৌকা ডুবির ঘটনা ঘটে। সেসময় তিনজন যাত্রী নিখোজ হয়। পরে একে একে ফায়ারসার্ভিস এর ডুবুরি দল দুজনের মরদেহ উদ্ধার করে এবং নিখোঁজের ৩২ ঘন্টা পর নিখোঁজ থাকা অপর ব্যক্তির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এ ঘটনায় লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএ মমিনকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। আজ সোমবার (১০ জুলাই) দুপুরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রোববার সকালে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনাটি ঘটে। এতে তিন শ্রমিক মারা যায়। তারা হলো, শফিকুল ইসলাম (৫০) ও ফজলুর রহমান (৫৫), আহেদুল ইসলাম (৪০)। তারা তিনজনই দিনমজুর।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘাট ইজারাদারের অবহেলা, ডিঙ্গি নৌকা, অতিরিক্ত যাত্রী ও শিশু মাঝি নৌকাডুবির মূল কারণ। তারা এ ঘটনায় ইজারাদার ও মাঝিকে আটকের দাবি তুলেছে।