দীঘিনালায় মানবতার সেবায় সেনাবাহিনী
স্টাফ রিপোর্টারঃ শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার পাশাপাশি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এলাকার পাহাড়ি-বাঙালী নির্বিশেষে দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান, গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ, শিক্ষার্থী ও যুবকদের মাঝে শিক্ষা ও ক্রিড়া সামগ্রী বিতরণ সহ নানা সহযোগিতায় এগিয়ে এসে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত অর্জন করেছে দীঘিনালা সেনা জোন।
এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির দীঘিনালায় আজ মঙ্গলবার (২০ জুলাই) সকালে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের যৌথ খামার পাড়ার বলরাম চাকমার পুত্র রশিক পুদি চাকমাকে ঘূর্নিঝড়ে ভেঙ্গে যাওয়া গৃহ নির্মাণের জন্য দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে ঢেউ টিন বিতরণ করেন জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন। এ সময় তিনি বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙ্গালীদের যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা এবং পুনর্বাসনের কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।