বলিউডের বোল্ড ও সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম উর্বশী রাউতেলা। অধিকাংশ সময়ে সাহসী পোশাকেই দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ অভিনেত্রী।
তার প্রোফাইল জুড়ে শুধুই বোল্ড ছবি। বলিউডে সেভাবে অভিনয়ে এখনো নাম না করলেও আইটেম সং ,মিউজিক ভিডিও এবং মডেলিংয়ে তিনিই অবশ্যই অন্যতম সেরা।
সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে একটি ফটোশ্যুটের ছবি শেয়ার করেছিলেন। যেখানে শুধু মাত্র নীল শার্ট পরে আছেন অভিনেত্রী। প্যান্ট ছাড়া তার সেই ফটোশুট দেখে অনেকেই সমালোচনা করেছেন উর্বশীর।
এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন তিনি৷কাজের জন্য গিয়েছেন, নাকি ছুটি কাটাতে৷সে বিষয়টি ছবি দেখে অবশ্য স্পষ্ট নয়৷তবে উর্বশীকে বেশ কয়েকদিন ধরেই দেখা গিয়েছে দুবাইয়ে শেখদের সঙ্গে বিভিন্ন ছবিতে৷
কাজে হোক বা ঘুরতে৷ উর্বশী মাঝেমধ্যেই যান আরব সফরে। তার অভিনয় করা শেষ ছবি ভার্জিন ভানুপ্রিয়া মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মেই৷