DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দুবার প্রতারণার শিকার হয়েছি আর নয়-মির্জা ফখরুল

Astha Desk
জুন ১০, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

দুবার প্রতারণার শিকার হয়েছি আর নয়-মির্জা ফখরুল

 

স্টাফ রিপোর্টারঃ

২০১৮ সালে নির্বাচনের আগেও শেখ হাসিনা সংলাপের জন্য ডেকেছিলেন। ভেবেছিলাম ভালো কিছু একটা হবে। কিন্তু সেবার নিয়ে দুবার প্রতারণার শিকার হয়েছি। তাই আমরা আর কোনো কথা শুনতে চাই না। কারণ অতীতে কথা দিয়ে তারা রাখেনি। আগে পদত্যাগ করুন। তারপর সংসদ বিলুপ্ত করে নির্বাচনকালীন একটা নির্দলীয় সরকার গঠন করার জন্য ব্যবস্থা নিন। নতুন নির্বাচন কমিশন নতুন পার্লামেন্ট নির্বাচন করবে। সরকারের সংলাপকে ফাঁদ বানাতে চায়,
সংলাপ নিয়ে সরকারের মন্ত্রীরা একেক একেক একেক ধরণে বক্তব্যে করছে।

 

আজ শনিবার (১০জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক গৌতম চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

 

‘তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু’-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের উত্তরে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু নয়, এটাই এখন লাইফ ইস্যু। সরকারের এ মুহূর্তে পদত্যাগ করা উচিত। দেশের পুরো নির্বাচনি ব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। কারণ ক্ষমতাসীন আওয়ামী লীগ জানে, এত চুরি-দুর্নীতি করেছে, যদি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয় কোনোদিনই ক্ষমতায় ফিরে আসা দূরে থাকুক, ১০ ভাগের বেশি ভোট পাবে না।

 

আয়োজক সংগঠনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব তরুণ কুমার দের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, তপন চন্দ্র মজুমদার, সুশীল বড়ুয়া, ভাইস চেয়ারম্যান অর্পণা রায়, নিতাই চন্দ্র ঘোষ, রমেশ দত্ত, প্রয়াত গৌতম চক্রবর্তীর ছেলে গৌরব চক্রবর্তী প্রমুখ।

 

তিনি বলেন, খুব পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন দেখেছে। আবার ওই জায়গায় ফেরত যাওয়ার প্রশ্নই উঠতে পারে না। ১৮ সালে শেখ হাসিনা সংলাপের জন্য ডেকেছিলেন। আমরা গিয়েছিলাম এজন্য যে, মনে করেছিলাম আলোচনার মাধ্যমে যদি একটা অবস্থা তৈরি হয়। যদি একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারি। তাহলে হয়তো বা জনগণের ইচ্ছা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পারব। কিন্তু তারা কথা দিয়ে তা রক্ষা করেনি।

আরো পড়ুন :  উত্তরবঙ্গের অভাব ঘুচবে আবু সাঈদের কারণে : আসিফ মাহমুদ

 

মির্জা ফখরুল বলেন, আইনমন্ত্রী পার্লামেন্টে বলেছেন, যখন নির্বাচন চলবে কমিশনের (ইসি) সেই ক্ষমতা থাকবে তখন আর কাউকে গ্রেফতার করা যাবে না বা কাউকে আটক করা যাবে না। এই কথা কে বিশ্বাস করবে? সেই রাখাল বালকের গল্পের মতো। গ্রামবাসীকে বোকা বানানোর জন্য যখন প্রায় চিৎকার করত বাঘ আসছে, বাঘ আসছে। গ্রামবাসী তখন লাঠিসোঁটা নিয়ে দৌড়ে বেরিয়ে আসত। এসে দেখে, কিছু নেই, সেই রাখাল বালক দূরে দাঁড়িয়ে হাসছে। থার্ড টাইম যখন সত্যি সত্যি বাঘ এসেছে, চিৎকার শুরু করেছে তখন দেখে গ্রামবাসী কেউ আসেনি। তো আমরা তো দুবার প্রতারণার শিকার হয়েছি। থার্ড টাইম এ দেশের মানুষ আর প্রতারণার শিকার হবে না। পরিষ্কার করে বলতে চাই, সরকারের এসব কথায় কেউ ভুলবে না। কারণ কখনই তারা কথা রক্ষা করেনি।

 

দেশের অর্থনীতি আন্ডারগ্রাউন্ডে উল্লেখ করে তিনি বলেন, সব দিকে নাকি তারা উন্নয়নে একেবারে সমুদ্র বইয়ে দিয়েছে। আমরা তখনও বলেছি, গণতন্ত্রবিহীন উন্নয়ন কখনো উন্নয়ন হতে পারে না-এটা টেকসই নয়। এটা ভেঙে যাবে। আজকে দেখুন আমাদের কথার প্রতিধ্বনি করছে আন্তর্জাতিক পত্রিকাগুলো। সরকার বলছে, বাংলাদেশ উন্নয়নের রোড মডেল। আর আন্তর্জাতিক পত্রিকাগুলো বলছে, বাংলাদেশের অর্থনীতি এখন ঝুঁকিতে। বাংলাদেশের সাফল্যের গল্প টক হয়ে গেছে। কথাটা আমার নয়, কথাটা ভারতের টেলিগ্রাফের অনলাইন ভার্সনে প্রতিবেদনে এসেছে। আরও এসেছে, বাংলাদেশের সরকার ইতঃপূর্বে যেসব দাবি করেছে তা যে কতটা ঠুনকো ছিল তা বাংলাদেশ যখন ক্রাইসিসে পড়েছে তখন স্পষ্ট হয়ে যাচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০