DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাসোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

News Editor
সেপ্টেম্বর ৩০, ২০২০ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

বোরহানউদ্দিন, দেওয়ানগঞ্জ  প্রতিনিধিঃ জামালপুর জেলার  দেওয়ানগঞ্জে উপজেলার  বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম  বিদ্যালয়ের  প্রতিবন্ধী  শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি  ২০২০  উদযাপিত হয়েছে ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১ টার সময়  দেওয়ানগঞ্জ  আলোর সন্ধানী বুদ্ধি প্রতিবন্ধী  এবং অটিজম বিদ্যালয়ের প্রতিবন্ধীশিক্ষার্থীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। 

বিদ্যালয়  সূত্রে  জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী  শাখার  জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রাপ্ত অর্থ হতে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ দেওয়ানগঞ্জ ইউপি উপনির্বাচনের তফসিল ঘোষণা

বিদ্যালয়টিতে মোট  ২০৩ জন  প্রতিবন্ধী শিক্ষার্থী বিভিন্ন শ্রেণীতে অধ্যয়ন করছে।  বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং পরিচালনা কমিটির সভাপতি রতন মিয়ার সভাপতিত্ব করে।

এতে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দেওয়ানগঞ্জ   পৌরসভার সাবেক মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র আসনের সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারি মুক্তাদির বিল্লাহ শিপন । প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব উদ্দিন ।

উক্ত অনুষ্ঠানে ছয়জন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ৬ টি হুইল চেয়ার বিতরণ করা হয় ।  পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যদিয়ে  অনুষ্ঠান শেষ হয়।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের কোন বোঝা নয়। তাদেরকে সুশিক্ষা দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে পারলে তারা অন্য সব সাধারণ মানুষের মত কাজ করে খেতে পারেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ৪:২৬
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৪১