DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই অক্টোবর ২০২৪
ঢাকাবুধবার ১৬ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে কৃষক সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত 

News Incharge
মে ২৫, ২০২২ ৪:১১ পূর্বাহ্ণ
Link Copied!

দেওয়ানগঞ্জে কৃষক সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ২০২১-২২ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেস-২ প্রজেক্ট (এনএটিপি-২) আওতায় প্রতিনিধিদের অংশগ্রহণে সিআইজি কংগ্রেস এবং উপকারভোগী সফল চাষীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মে) সকালে থেকে দিনব্যাপি দেওয়ানগঞ্জ  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয় ।

দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।

বক্তব্য রাখেন, জামালপুর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ সাখাওয়াত ইকরাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার লিপি, স্থানীয় এমপির প্রতিনিধি বিকাশ কবির ইমরান, কৃষক আমির উদ্দিন, আবুল কালাম আজাদ, বিকাশ চন্দ্র শাহা প্রমূখ।

পরে উপকারভোগী সফল ৫ জন বিজয়ী চাষীর হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়। সফল চাষীদের নিয়ে কংগ্রেস আয়োজনের এই ব্যতিক্রমী অনুষ্ঠানের প্রশংসা করেছেন চাষীরা। তারা বলেছেন কৃষকদের নিয়ে এ ধরনের সম্মাননা এবং ক্রেষ্ট কখনো প্রদান করা হয়নি। আজ আমরা অনুপ্রাণিত হয়েছি। এখন থেকে চাষাবাদে আরো বেশি করে মনোযোগী হবো।

দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাশ জানিয়েছেন কৃষকদের উদ্বুদ্ধ করতেই ব্যাতিক্রমি এই আয়োজন করা হয়েছিল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬