DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ট্রাকের ধাক্কায় চালকসহ নিহত-৪

Astha Desk
জুন ৫, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় ট্রাকের ধাক্কায় চালকসহ নিহত-৪

 

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটো-রিকশার মুখোমুখি সংঘর্ষে ওই সিএনজির ড্রাইভারসহ ৪ জন নিহত হয়েছেন।তবে তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত একজনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আজ সোমবার (৫ জুন) দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুরের হাট-চকগৌরী এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, নওগাঁ থেকে ট্রাকটি রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা করে। পথে ট্রাকটি মহাদেবপুর হাট-চকগৌরী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটো-রিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুতর অবস্থায় একজনকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

 

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান,স্থানীয়দের খবরে ঘটনাস্থল গিয়ে চারটি মরদেহ উদ্ধার করে হয়। পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এখনও কারও নাম-পরিচয় জানা যায়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।