নতুন পরিচয়ে আসছে মার্কিন সংগীশিল্পী সেলেনা গোমেজ
- আপডেট সময় : ০৭:২১:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
- / ১০৭৫ বার পড়া হয়েছে
নতুন পরিচয়ে আসতে চলেছেন মার্কিন সংগীশিল্পী সেলেনা গোমেজ। এবার অভিনেত্রী হিসেবে ধরা দিবেন এই সংগীতশিল্পী। কয়েকদিন আগে ব্ল্যাকপিংকের সঙ্গে তার প্রথম গান ‘আইসক্রিম’ মুক্তি পেয়েছে। বর্তমানের ব্যস্ত সময় পার করছেন তার আরও বিভিন্ন প্রকল্প ও বিউটি লাইন নিয়ে। তিনি এবার সিনেমায় নিজের দক্ষতা দেখাতে দেখাবেন।
আরও পড়ুন : শাকিব খানের জন্য প্রায় একমাস ভাত খাননি মাহি
ভ্যারাইটি তাদের এক প্রতিবেদনে জানায়, সেলেনে গোমেজ অভিনয়ের পাশাপাশি এক্সিকিউটিভ প্রযোজক হিসেবেও কাজ করবেন সিনেমাটিতে। জেনিফার ক্লাসকা এবং ডেরেকা ড্রিমন সিনেমাটি পরিচালনা করবেন। আগামি বছর ৬ আগস্ট সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে।
বর্তমানে সেলেনা গোমেজ অভিনয় করছেন সেলেনা+শেফ নামক একটি এইচবিও ম্যাক্স সিরিজে। জনপ্রিয়তার কারণে সিরিজটার প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনের কাজ শুরু হয়েছে। সেই সাথে হুলি সিরিজের নির্হাহী নির্মাতা হিসেবেও কাজ করার কথা রয়েছে তার।


















