DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৪
ঢাকামঙ্গলবার ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে গ্রামীন কৃষি উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

DoinikAstha
আগস্ট ২১, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ এশিয়া প্যাসিফিক ফামার্স প্রোগ্রাম (এপিএফপি) কর্মসূচীর আওতায় নলছিটিতে স্থানীয় পর্যায় কার্যকরী প্রজেক্ট প্রপোজাল লেখার উপায় শীর্ষক এক ওরিয়েন্টেশন সভা গতকাল শনিবার (২১আগস্ট ) নলছিটি চায়না মাঠ সড়ক ফিরোজা আমু স্মৃতি সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার কার্যালয় গ্রামীন কৃষি উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে ও কোস্ট ফাউন্ডেশনের সহযোগীতায় অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সভাপতি মোঃ খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলছিটি এসএসপির সম্পাদক সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম পলাশ।

এছাড়াও বক্তব্য রাখেন প্রকল্প পরামর্শক মোঃ খায়রুল আলম ও সমিতির সদস্য সোনিয়া আক্তার প্রমূখ। বক্তারা বলেন উপকূলীয় অঞ্চলের নলছিটি উপজেলায় জলবায়ুর প্রভাবে প্রতিনিয়ত কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বঙ্গোপসাগরের নিকটবর্তী হওয়ায় প্রতিবছর বন্যা সহ সৃষ্ট নানা প্রাকৃতিক দূর্যোগে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির চিত্র তুলে ধরে তা সমাধানে স্থানীয় পর্যায় কার্যকরী একটি প্রজেক্ট প্রপোজাল প্রস্তুত করেন। এ সময় গ্রামীন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সদস্য বর্গ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৩
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৫:১২
 • ১২:১৫
 • ৪:২১
 • ৬:০৩
 • ৭:১৭
 • ৬:২৪