শিরোনাম:
নামাজের আগে-পরে সভা সমাবেশ নিষিদ্ধ
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৬:০০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১০৫৪ বার পড়া হয়েছে
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এতে জুমা’র নামাজসহ পাঁচ ওয়াক্তের নামাজের আগে ও পরে যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। এতে নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
নতুন নির্দেশনাগুলো হলো-
১. জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে ও পরে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোনোপ্রকার সভা ও সমাবেশ করা যাবে না।