নির্বাচিত হয়ে কোটিপতি চেয়ারম্যান মুনা,বানিয়েছে আলিসান বাড়ি
স্টাফ রিপোর্টার
কথায় আছে জনপ্রতিনিধি হলেই না কি অঢেল টাকার মালিক হওয়া যায়, বলছি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব বিশ্বাস (মুনা) কথা। তিনি ইউনিয়নের নাজিমুদ্দিন (ভুলা)বিশ্বাসের ছেলে। তারা ৪ ভাই ২ বোন হলেও তিনি চেয়ারম্যান নির্বাচিত হবার পর হয়েছেন কোটি কোটি টাকা মালিক। বাবার ৮০ পাকি জমির ৬ ওয়ারেশ এর মধ্যে তিনি একা পেয়েছেন মাত্র ১৬ পাকি সম্পত্তি। যার মধ্যে নির্বাচন করতে বিক্রি করছেন কিছু জমি। বর্তমান তিনি করেছে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে আলিসান বাড়ি তাও আবার অবৈধ ভাবে নদীর পারে।তার বিরুদ্ধে পাংশা মডেল থানা রয়েছে একাধিক অভিযোগ।
এতেই শেষ নয়, তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম আর অপরাধ মূলক কর্মকাণ্ডের অভিযোগ।কখনো ইউনিয়নের বাসিন্দাদের উপর শারীরিক নির্যাতন আবার কখনো বা নিজের প্রতিপক্ষ কিংবা বিপরীত কোনো রাজনৈতিক প্রার্থীকে জীবন নাশের হুমকি।
জানাযায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে পাট্টা ইউনিয়নে প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছে ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউনুছ আলী বিশ্বাস। তাতেই মুনা চেয়ারম্যানের সন্ত্রাসী ভূমিকায় ইউনুছ বিশ্বাসকে জীবন নাশের হুমকি দিচ্ছে।
অভিযোগ রয়েছে সৌদি প্রবাসী সাহিদ প্রামাণিক (৫৫) কে জনসম্মুখে দৈহিক ভাবে প্রহার করে টাকা কেড়ে নেওয়ার।
এরকম শত শত অভিযোগ রয়েছে চেয়ারম্যান মুনার বিরুদ্ধে। এলাকার মানুষের সাথে কথা বলে বুঝা যায় তরা অতি সংকট পুর্ণ পরিবেশে জীবন যাপন করছে।
আরও জানা যায়, চেয়ারম্যান মুনার অস্ত্রধারী সন্ত্রাসী ক্যাডার ৮ মামলার আসামি রবিউল কে কিছু দিন আগে বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় গ্রেফতার করে পাংশা মডেল থানা পুলিশ।
চেয়ারম্যান এই রবিউল কে দিয়ে তার সকল অপকর্ম করাত বলে জানা যায়। তিনি এই ক্যাডার দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত বলে এলাকায় অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর একটাই দাবী এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের দ্রুত অপসারণ করে এমন একজন জনপ্রতিনিধি নির্বাচন করবেন, যিনি সব সময় এলাকায় থেকে মানুষের পাশে আছে সকল বিপদেআপদে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।