নেশায় বুদ দীপিকা, পুলিশকেও দাম দিচ্ছেন না !
- আপডেট সময় : ১২:৩১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১০৬৩ বার পড়া হয়েছে
মাদক মামলায় দীপিকার নাম জড়ানোর পর গেলো শনিবার এনসিবির দফতরে দিয়ে নিজের বয়ান দেন অভিনেত্রী। মাদক যোগের জন্য সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রকুল প্রীত সিংয়ের সঙ্গে দীপিকাকেও সমন পাঠায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।
অপরদিকে এই সময় দীপিকার একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে হাতে মদের গ্লাস নিয়ে উপহাস করে বলতে শোনা যাচ্ছে, পুলিশ এসেছে।
আরও পড়ুন : বলিউড থেকে ফের রানাঘাটের স্টেশন, অভাবে কাটছে দিন রানু মণ্ডলের
ভিডিওটি দুরন্ত গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে অভিনেত্রীর অভিব্যক্তি দেখে নানা জনে নানা কথা বলছে। অনেকেই বলছেন, দীপিকাকে সম্পূর্ণ নেশাগ্রস্ত।
প্রসঙ্গত, শনিবার সকাল ১১টায় এনসিবির দফতরে পৌঁছান দীপিকা পাডুকোন। জানা গিয়েছে, দু’ঘন্টা আলাদা বসিয়ে তাকে জেরা চালান পাঁচ সদস্যের তদন্তকারী অফিসারদের একটি টিম। জেরার মুখে পড়ে অভিনেত্রী স্বীকার করেন ম্যানেজার কারিশ্মার সঙ্গে মাদক সংক্রান্ত চ্যাট তিনি করেছিলেন হোয়াটসঅ্যাপে। এমনকি ওই গ্রুপের অ্যাডমিন হওয়ার কথাও স্বীকার করেন দীপিকা।