DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১০ই নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ১০ই নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় মানববন্ধন সমাবেশ

News Editor
অক্টোবর ১৩, ২০২০ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ বেল্লাল হোসেন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর একলাশপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-সমাবেশ হয়েছে।


মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে জেলায় কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন। ঘটনার সাথে জড়িতদের কাউকে গ্রেপ্তার বা ছিনিয়ে নেওয়া সরঞ্জাম উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ সময় সাংবাদিকদের সাথে সংহতি প্রকাশ করে শিক্ষক, মানবাধিকার ও নারী অধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ নোয়াখালীতে বিপুল পরিমাণে ইয়াবাসহ নারী গ্রেফতার

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, দৈনিক ভোরের আলো জেলা প্রতিনিধি ও বৃহত্তম সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি ফারুক আল্ ফয়সাল, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ও বিডিনিউজের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, ডিবিসির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান চৌধুরী কাজল, চ্যানেল ২৪ প্রতিনিধি সুমন ভৌমিক, দৈনিক নোয়াখালী বার্তা সম্পাদক অহিদ উদ্দিন মুকুল, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ সোহেল, দৈনিক শিরোমনির উপজেলা প্রতিনিধি ও ডেইলি টাইমস বাংলাদেশ জেলা প্রতিনিধি মোঃ বেল্লাল হোসেন নাঈম, আজকের বসুনদ্ধারা সূর্বনচর উপজেলা ও শিরোমনির জেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন মামলায় গ্রেপ্তার স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগের অনুসারীরা সোমবার ১২অক্টোবর দুপুরে পেশাগত দায়িত্ব পালনকালে জয়কৃষ্ণপুর গ্রামে নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ ও ক্যামেরাম্যান মেহেদি হাসান সহ আরো তিন সাংবাদিকের ওপর হামলা চালায়। তারা সাংবাদিকদের একটি ক্যামেরা ও অন্য একটি ক্যামেরার মেমোরি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সাংবাদিক সোহাগ বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও ঘটনার সাথে জড়িতদের কাউকে গ্রেপ্তার বা ছিনিয়ে নেওয়া সরমঞ্জান উদ্ধার করতে পারেনি পুলিশ।

আরো পড়ুন :  পানছড়িতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

বক্তারা পেশাপগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১১:৪৬
  • ৩:৩৯
  • ৫:১৮
  • ৬:৩৪
  • ৬:১০