ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পরাজয়ের পাশাপাশি বড় অংকের জরিমানা গুণেছেন কোহলি

News Editor
  • আপডেট সময় : ০২:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • / ১০৪১ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবার পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। চলতি আসরে এটাই দলটির প্রথম হার। তবে পরাজয়ের পাশাপাশি বড় অংকের জরিমানা গুণেছেন কোহলি। স্লো ওভার রেটের কারণে আরসিবি অধিনায়ককে ১২ লাখ রুপি (বাংলাদেশি মানে প্রায় ১৪ লাখ টাকা) জরিমানা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। তবে নির্ধারিত সময়ের মাঝে দলের বোলারদের ওভার শেষ করতে পারেননি তিনি। দেরি করে ইনিংস শেষ করায় জরিমানার সম্মুখীন হয়েছেন তিনি।

আরও পড়ুন : বার্সাকে বিদায় জানালেন সুয়ারেজ

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটির প্রথম ইনিংস শেষ করতে প্রায় দুই ঘন্টা সময় নিয়েছেন কোহলি। ফলে আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হন তিনি।

অবশ্য এটিই আইপিএলে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিয়ে শেষ হওয়া প্রথম ম্যাচ নয়। এছাড়া চলতি মৌসুমের অনেক ম্যাচই শেষ হতে নির্ধারিত সময়ের তুলনায় অনেক বেশি সময় লাগছে। আরব আমিরাতের গরম আবহাওয়া এর অন্যতম কারণ হিসেবে ধরা হলেও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না। 

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে এই ম্যাচে বড় হার নিয়ে মাঠ ছেড়েছে আরসিবি। পাঞ্জাবের দেয়া ২০৭ রানের পাহাড়সম রান তাড়া করতে নেমে ৩ ওভার বাকি থাকতেই ১০৯ রানে গুটিয়ে যায় ব্যাঙ্গালুরু। এর আগে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ১০ রানের জয় দিয়ে আইপিএল মিশন শুরু করেছিল কোহলির দল।

ট্যাগস :

পরাজয়ের পাশাপাশি বড় অংকের জরিমানা গুণেছেন কোহলি

আপডেট সময় : ০২:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবার পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। চলতি আসরে এটাই দলটির প্রথম হার। তবে পরাজয়ের পাশাপাশি বড় অংকের জরিমানা গুণেছেন কোহলি। স্লো ওভার রেটের কারণে আরসিবি অধিনায়ককে ১২ লাখ রুপি (বাংলাদেশি মানে প্রায় ১৪ লাখ টাকা) জরিমানা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। তবে নির্ধারিত সময়ের মাঝে দলের বোলারদের ওভার শেষ করতে পারেননি তিনি। দেরি করে ইনিংস শেষ করায় জরিমানার সম্মুখীন হয়েছেন তিনি।

আরও পড়ুন : বার্সাকে বিদায় জানালেন সুয়ারেজ

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটির প্রথম ইনিংস শেষ করতে প্রায় দুই ঘন্টা সময় নিয়েছেন কোহলি। ফলে আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হন তিনি।

অবশ্য এটিই আইপিএলে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিয়ে শেষ হওয়া প্রথম ম্যাচ নয়। এছাড়া চলতি মৌসুমের অনেক ম্যাচই শেষ হতে নির্ধারিত সময়ের তুলনায় অনেক বেশি সময় লাগছে। আরব আমিরাতের গরম আবহাওয়া এর অন্যতম কারণ হিসেবে ধরা হলেও কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না। 

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে এই ম্যাচে বড় হার নিয়ে মাঠ ছেড়েছে আরসিবি। পাঞ্জাবের দেয়া ২০৭ রানের পাহাড়সম রান তাড়া করতে নেমে ৩ ওভার বাকি থাকতেই ১০৯ রানে গুটিয়ে যায় ব্যাঙ্গালুরু। এর আগে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ১০ রানের জয় দিয়ে আইপিএল মিশন শুরু করেছিল কোহলির দল।