ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চট্টগ্রাম ইপিজেডে আগুন নেভাতে সেনা ও নৌবাহিনীর সহায়তা Logo পানছড়ির মধ্যনগরে ভোট ফর ওয়াদুদ ভূইয়া-ভোট ফর ধানের শীষ ক্যাম্পেইন অনুষ্টিত Logo ক্ষতিগ্রস্ত শিক্ষা ও অনুভূতিহীন কর্তৃপক্ষ Logo চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাঁচ কলেজে পাস করেনি কেউ! Logo গরমছড়িতে জমি দখল নিয়ে তাণ্ডব, ফটিকছড়িতে বসতবাড়িতে হামলা! Logo চাকসুতে ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের Logo এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সংখ্যায় বিপর্যয় — মাত্র ৩৪৫ প্রতিষ্ঠান Logo কিশোরগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা ও লুটপাট Logo নিজের যোগ্যতায় আসতে হবে: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর Logo শাহবাগ মোড়ে যান চলাচল শুরু যেহেতু শিক্ষকগণ কেন্দ্রিয় শহীদাঙ্গনে জড়ো।

পাখি হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সামনে গাছ কেটে শামুকখোল পাখির প্রতি নিষ্ঠুরতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নওগাঁয়। শুক্রবার ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড়ে একুশে পরিষদ নওগাঁ নামে একটি সামাজিক সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। সমাবেশে সংগঠনটির সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী আবদুল বারী বলেন, আমাদের পরিবেশের ক্ষতি করে এমন উন্নয়ন মানা যায় না। এসব উন্নয়নের নামে জীববৈচিত্র্য ধ্বংস করলে সাধারণ মানুষ মেনে নেবে না।

এমন ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। মানববন্ধনে বক্তারা বলেন, প্রকৃতি রক্ষার জন্য পর্যাপ্ত সবুজায়ন করা হচ্ছে। করোনা মহামারির ঠিক সেই মুহূর্তে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাছ কেটে পাখিগুলোকে হত্যা করা হলো। এভাবে যদি পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করার উৎসবে সবাই মেতে ওঠে, তবে নিজেদের অস্তিত্ব সংকটে পড়বে। তাই নিজেদের প্রয়োজনে এসব জীববৈচিত্র বাঁচিয়ে রাখতে হবে আমাদের।

একুশে পরিষদ নওগাঁর সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথের সঞ্চলনায় এতে আরও বক্তব্য দেন-সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক নাইস পারভীন, সহ- সভাপতি মুকুল চন্দ্র কবিরাজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর হাসপাতালের সামনে নালা নির্মাণের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে নালা নির্মাণ ও গাড়ি রাখার চত্বর তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বন বিভাগের মাধ্যমে ২৭টি গাছ কাটে। এতে গাছগুলি থেকে পড়ে যায় শামুকখোল পাখির শতাধিক ছানা। বেশির ভাগ ছানা সঙ্গে সঙ্গে মারা গেলেও যেগুলো বেঁচে ছিল, সেগুলো খাওয়ার জন্য নিয়ে যান নির্মাণশ্রমিক ও রোগীর স্বজনরা। গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর ফুঁসে ওঠেন পরিবেশবাদীরা। নওগাঁয় বিভিন্ন সংগঠনের সদস্যরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
[irp]

পাখি হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

আপডেট সময় : ০৭:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১

নওগাঁ প্রতিনিধি: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সামনে গাছ কেটে শামুকখোল পাখির প্রতি নিষ্ঠুরতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নওগাঁয়। শুক্রবার ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড়ে একুশে পরিষদ নওগাঁ নামে একটি সামাজিক সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। সমাবেশে সংগঠনটির সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী আবদুল বারী বলেন, আমাদের পরিবেশের ক্ষতি করে এমন উন্নয়ন মানা যায় না। এসব উন্নয়নের নামে জীববৈচিত্র্য ধ্বংস করলে সাধারণ মানুষ মেনে নেবে না।

এমন ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। মানববন্ধনে বক্তারা বলেন, প্রকৃতি রক্ষার জন্য পর্যাপ্ত সবুজায়ন করা হচ্ছে। করোনা মহামারির ঠিক সেই মুহূর্তে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাছ কেটে পাখিগুলোকে হত্যা করা হলো। এভাবে যদি পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করার উৎসবে সবাই মেতে ওঠে, তবে নিজেদের অস্তিত্ব সংকটে পড়বে। তাই নিজেদের প্রয়োজনে এসব জীববৈচিত্র বাঁচিয়ে রাখতে হবে আমাদের।

একুশে পরিষদ নওগাঁর সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথের সঞ্চলনায় এতে আরও বক্তব্য দেন-সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক নাইস পারভীন, সহ- সভাপতি মুকুল চন্দ্র কবিরাজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর হাসপাতালের সামনে নালা নির্মাণের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে নালা নির্মাণ ও গাড়ি রাখার চত্বর তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বন বিভাগের মাধ্যমে ২৭টি গাছ কাটে। এতে গাছগুলি থেকে পড়ে যায় শামুকখোল পাখির শতাধিক ছানা। বেশির ভাগ ছানা সঙ্গে সঙ্গে মারা গেলেও যেগুলো বেঁচে ছিল, সেগুলো খাওয়ার জন্য নিয়ে যান নির্মাণশ্রমিক ও রোগীর স্বজনরা। গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর ফুঁসে ওঠেন পরিবেশবাদীরা। নওগাঁয় বিভিন্ন সংগঠনের সদস্যরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
[irp]