পানছড়িতে অনির্বাণ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অনির্বাণ শিল্পীগোষ্ঠী কর্তৃক অনুষ্ঠিত অনির্বাণ সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে সংগঠন এর সভাপতি জয়নাথ দেব এর সভাপতিত্বে ও। সাংস্কৃতিক সংগঠক নুরুল ইসলাম টুকু ও আবৃত্তিকার পিংকি বড়ুয়ার যৌথ সঞ্চালনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী অফিসার মৌমিতা দাশ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত সহকারী কমিশনার ( ভূমি) জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আবচার, শিক্ষক ও সাহিত্যিক ইউসুফ আদনান। এতে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহা।
জানা যায়, গত ২৯ জুন শনিবার পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠীর আয়োজনে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতার বিষয় ছিলো সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, তবলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে ৫টি ইউনিয়ন থেকে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা অংশ নিয়েছিল।