পানছড়িতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল ৯ টায় পানছড়ি উপজেলায় ছাত্রলীগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধু স্কোয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও পরবর্তীতে দোয়া ও মিলাদ, আলোচনা সভা শেষে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এর সঞ্চালিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ, দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী, পানছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
এই সময় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া একটি সর্ববৃহৎ সংগঠন।বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা ছিল অনস্বীকার্য। এই সংগঠনের নীতি ও আদর্শ আছে। প্রত্যেক নেতাকর্মীদের জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে।