পানছড়িতে ফাঁস দিয়ে ২সন্তানের জনকের আত্মহত্যা
- আপডেট সময় : ০৪:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১০৫৯ বার পড়া হয়েছে
পানছড়িতে ফাঁস দিয়ে ২সন্তানের জনকের আত্মহত্যা
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মধ্যনগর এলাকায় ফাঁসিতে ঝুলে মোঃ ফরিদ মিয়া নামে দুই সন্তানের জনক আত্মহত্যা করেছে। আজ বুধবার (৩ মে) ২০২৩) সকাল ৭ টার দিকে এঘটনা ঘটে। ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ আহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
নিহত মোঃ ফরিদ মিয়া ওই এলাকার মোঃ নুরুল হক এর ছেলে। ব্যাক্তিগত জিবণে ২ সন্তানের জনক। তার ছেলের নাম মোঃ তানভির (৯) মেয়ে মোছাঃ মৌসমী (৪)।
নিহতর পিতা মোঃ নুরুল হক বলেন, আমার ছেলে এবং ছেলের বৌ মোছাঃ তাছলিমা খাতুন ঝগড়া করে এবং বৌ গতকাল ঘরে ছিলো না। এ সুযোগে আমার ছেলে ফাঁসি দিয়ে মারা যায়। সকাল ৭টার দিকে আমার নাতি তানভির ঘরে গেলে দেখতে পায় ফরিদ ফাঁসিতে ঝুলছে।
পানছড়ি থানার এসআই মোঃ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি প্রেরণ করা হবে।











