পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় নিহত-১
- আপডেট সময় : ১২:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ১০৬৭ বার পড়া হয়েছে
পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় নিহত-১
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় জাহাঙ্গীর পঞ্চাইত (৬০) নামের কলারছড়ি প্রতীকের এক সমর্থকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত জাহাঙ্গীর পঞ্চাইত উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চাইতের ছেলে।
জানা গেছে, নির্বাচনী বিরোধের জের ধরে গতকাল বুধবার বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তাঁর ওপর হামলা চালায়। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে তাঁর মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।













