শিরোনাম:
পৃথিবীর বাইরে প্রথমবারের মতো ড্রোন ওড়াল নাসা
News Editor
- আপডেট সময় : ০৩:৫৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১১২৯ বার পড়া হয়েছে
পৃথিবীর বাইরে প্রথমবারের মতো ড্রোন ওড়াল নাসা
পৃথিবীর বাইরে প্রথমবারের মতো ড্রোন ওড়াল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সোমবার (১৯ এপ্রিল) মঙ্গল গ্রহের উপর দিয়ে সফলভাবে ইনজেনুইটি নামে একটি ড্রোন ওড়াতে সক্ষম হয় তারা।
ড্রোনটি এক মিনিটেরও কম সময় উড়লেও, এটিকে স্বয়ংক্রিয়ভাবে চালু করতে পারায় একে বড় অর্জন হিসেবে দেখছেন গবেষণা সংস্থাটির কর্মকর্তারা। কারিগরি ত্রুটির কারণে প্রায় এক সপ্তাহের দেরির পর অবশেষে লাল গ্রহ মঙ্গলের আকাশে ওড়ে স্বনিয়ন্ত্রিত এই ড্রোনটি।
উড্ডয়নের কয়েক ঘণ্টার মধ্যেই এটি মঙ্গল থেকে তথ্য সংগ্রহ করে পৃথিবীতে ফিরবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, গেল সপ্তাহে ৪ পাউন্ড ওজনের এই মিনি হেলিকপ্টারটির হাই স্পিড টেস্টের পর এর উড্ডয়ন বাতিল করা হয়।
















