প্রথম আলোর সংবাদের প্রতিবাদে নেত্রকোণায় শিক্ষার্থীদের মানববন্ধন
- আপডেট সময় : ১১:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১০৩২ বার পড়া হয়েছে
প্রথম আলোর সংবাদের প্রতিবাদে নেত্রকোণায় শিক্ষার্থীদের মানববন্ধন
আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি
প্রথম আলো’র সংবাদের প্রতিবাদে নেত্রকোণায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করেছে নেত্রকোনা সরকারি কলেজ এর শিক্ষার্থী ও নেত্রকোণার সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত সরকারি কলেজের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুকে অপরাজনীতির বলি করে দৈনিক প্রথম আলো যে মিথ্যা প্রচারণার সংবাদ কৌশল গ্রহণ করেছে, তা কোনভাবেই একাত্তরের চেতনা প্রসুত নয়। এতে করে ক্ষুন্ন হয়েছে শিশুর অধিকার। শিশুকে দিয়ে উদ্দেশ্যমূলক মিথ্যা কথা বলিয়ে শিশুর সরলতার অপব্যহার করা হয়েছে।
শিশুদের ব্যবহার করে দৈনিক প্রথম আলো পত্রিকা কর্তৃক বাংলাদেশের স্বাধীনতাকে কটাক্ষ করায় উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা কবিতা ও গানের মাধ্যমে দৈনিক প্রথম আলো ও পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ধিক্কার জানান।
বক্তারা আরোও বলেন, দৈনিক প্রথম আলোর এ রকম দেশবিরোধী কার্যক্রম ইতোপূর্বেও অনেকবার করে জাতিকে হেয় করেছে। মানববন্ধনে বক্তারা সাংবাদিকতার নামে শিশুদের নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে যথাযথ বিচারের দাবি করেন।

























