DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই অক্টোবর ২০২৪
ঢাকাবুধবার ১৬ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের নিজ দেশে যাওয়ার পর নানা হয়রানি বন্ধে: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন

DoinikAstha
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রির্পোটারঃ

ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশীদের নিজ দেশে যাওয়ার পর নানা হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে ইতালির ভেনিসে বসবাসরত চুয়াডাঙ্গা জেলার মোহাম্মদ আলম সংবাদ সম্মেলন করেছেন।

 

গতকাল শনিবার সন্ধ্যার ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব বলেন তিনি।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলম অভিযোগ করে বলেন, দেশে যাওয়ার পর এয়ারপোর্টে হয়রানি চেসে নিজ এলাকায় যাওয়ার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জমি দখল করে নেওয়া হয়।প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা কস্টকরে বিদেশে অর্থ উপার্জন করে দেশে সম্পদ করলে বা বিনিয়োগ করলে এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতারা নানা অজুহাতে অর্থ আদায়ের চেষ্টা করে। দিতে রাজি না হলে মামলা সহ হত্যার চেষ্টাও করে তারা।প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম এসব দেখে তারা দেশে যেতে অনিহা প্রকাশ করছে। আগ্রহ হারিয়ে ফেলছে দেশের প্রতি। তাই আমি এসব হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে প্রবাসীদের নিরাপত্তায় দেশের প্রতিটি জেলায় প্রবাসী নিরাপত্তা সেল গঠনের জন্য অনুরোধ জানাচ্ছি।

এসময় ভেনিসে বসবাসরত ভেনিস নাগরিক কমিটির সভাপতি স্হানীয় আওয়ামীলীগ নেতা আবুল কাশেম শিকদার ও সাধারন সম্পাদক আকবর হোসেন মুক্তিযুদ্ধের পরেই রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা দেবার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্রীর কাছে আবেদন জানান


এসময় তারা বলেন, প্রবাসীরা দেশকে অর্থনৈতিক ভাবে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে , সেই প্রবাসীদের লাগেজ এয়ারপোর্টে চুরি হয়ে যাচ্ছে , তা ছাড়া নানা ভাবে এই প্রবাসীদের হয়রানি করা হচ্ছে। এসব বন্ধে অনতিবিলম্বে প্রবাসী নিরাপত্তা আইন করে প্রবাসীদের হয়রানি বন্ধে ব্যাবস্হা নিতে। অনেক প্রবাসী বিদেশের ব্যাংকে হাজার হাজার ইউরো ফেলে রেখেছে অথচো নিজ দেশে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে । তারা আজ নিজ দেশের ব্যাংকে টাকা রাখতে নিরাপদ বোধ করছেনা।

সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়টি বিবেচনায় এনে প্রধানমন্ত্রীর যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সহ ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬