DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৭ই ডিসেম্বর ২০২৩
ঢাকাবৃহস্পতিবার ৭ই ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

Online Incharge
নভেম্বর ৪, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের চরকমলাপুর এলাকায় জাহাঙ্গীর আলমের ছয় তলা নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজমিস্ত্রির সহকারী সায়েম মুসুল্লি (২০) ও উপ-ঠিকাদার আকরাম হোসেন বাবু (৪৫)। সায়েম মুসুল্লি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোষা গোপালপুর গ্রামের মৃত রাশেদ মুসুল্লির ছেলে এবং আকরাম হোসেন বাবু শহরের রঘুনন্দনপুর এলাকার ছত্তার মিয়ার ছেলে। কোতয়ালী থানার এস আই জাহাঙ্গীর হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন সেপটিক ট্যাংকের অবশিষ্ট কাজ করতে আজ সকালে ওই দুই শ্রমিক চরকমলাপুর এলাকার গোলাম ফারুক নামের জনৈক ব্যক্তির বাড়িতে কাজ করতে আসেন। ওই বাড়ির সেপটিক ট্যাংকটি প্রায় এক মাসের মতো কাজ বন্ধ থাকায় তলদেশে পানি জমে। কাজে আসা দুই শ্রমিক সেপটিক ট্যাংকের সাটারিং খোলার পর সেখানে নামার পর পানিতে উৎপাদিত গ্যাসের দূষিত বাতাস তাদের চোখ মুখে লাগতেই মৃত্যুর মুখে ঢলে পড়েন।

পরে বাড়ির লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের জানান। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বাড়ৈই সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাদের একটা টিম সেখানে পৌঁছে দুইজন শ্রমিককে মৃত অবস্থায় সেপটি ট্যাংক থেকে উদ্ধার করে বলে জানান।

জানা যায়, সকালে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের অবশিষ্ট কাজ করতে ট্যাংকের ভেতরে প্রথমে প্রবেশ করেন রাজমিস্ত্রির সহকারী সায়েম মুসুল্লি (২০) ও আরও কয়েকজন। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চিৎকার দিলে এগিয়ে যান উপ-ঠিকাদার আকরাম হোসেন বাবু (৪৫)। সায়েমকে উপরে উঠাতে গেলে তিনিও পড়ে যান ট্যাংকের ভেতরে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৫:১০
 • ১১:৫৩
 • ৩:৩৫
 • ৫:১৪
 • ৬:৩৩
 • ৬:২৭