ফিলিস্তিনের উপর ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে রাণীনগরে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০২:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ১০৫২ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের উপর ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে রাণীনগরে বিক্ষোভ মিছিল
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
ফিলিস্তিনের উপর ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে নওগাঁর রাণীনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ অক্টোবর) উপজেলার ধর্মপ্রাণ মুসলিম তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় উপজেলা সদরের গোলচত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে গোলচত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
মুফতি আব্দুর রউফ-এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেন, আলহাজ্ব মহসিন আলী খান, কাজী মোজাফ্ফর হোসেন, ক্বারী জরিপ উদ্দিন, মুফতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনির উপর হামলা বন্ধের দাবি জানান এবং হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
















