স্থানীয় গণমাধ্যম জানিয়েছে কোভিড সংক্রমণ নয়, বরং অন্য শারীরিক সমস্যা নিয়েই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বুয়েন্স এইরেসের একটি ক্লিনিকে ভর্তি আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা, তবে গুরুতর কিছু নয় বলে নিশ্চিত করেছে তার চিকিৎসক। হাসপাতালে কয়েকদিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন তিনি।
জিমন্যাসিয়া এসগ্রিমা নামের স্থানীয় একটি ক্লাবের কোচের দায়িত্বে রয়েছেন আলবেসিলেস্তেদের ফুটবল ইশ্বর। গেল ত্রিশে অক্টোবর নিজের ষাটতম জন্মদিন পালন করেছেন ম্যারাডোনা। বেশ কয়েকবছর ধরেই শারীরিক নানা রকম সমস্যায় একাধিকবার হাসপাতালে যেতে হয়েছে তাকে। গত বছর পাকস্থলিতে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ম্যারাডোনাকে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।