ফুলবাড়িয়ার ৪জন পুলিশ সুপার পদোন্নতি হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন
- আপডেট সময় : ০৬:০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
- / ১০৩৮ বার পড়া হয়েছে
ফুলবাড়িয়ার ৪জন পুলিশ সুপার পদোন্নতি হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন
মোঃ হাবিব/ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদের ১শ ৭৭ জনকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বারিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতি দেওয়া হয়।
মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়। প্রথম প্রজ্ঞাপনে ১শ ৫০ জন এবং অপরটিতে ২৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
এর মাঝে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কৃতি ৪ জন পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতি প্রাপ্ত তারা হলো, উপজেলার ১২নং আছিম পাটুলী ইউনিয়নের রামনগরের ফাহমিদা হক শেলী, ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের মনিরুল ইসলাম মনির, ১নং নাওগাঁও ইউনিয়নের নাওগাঁও গ্রামের পংকজ দত্ত, ভবানীপুর ইউনিয়নের মোঃ মাসুদ আনোয়ার এসপি হিসেবে পদোন্নতি পাওয়ায় বিভিন্ন গুনিজন অভিনন্দন জানিয়েছেন।
প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা হলো, জাপা’র কেন্দ্রীয় নিবাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বীরমুক্তি যোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের (পিপি) ও ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকার সাধারণ সম্পাদক এডঃ গোলাম ছারোয়ার খান জাকির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ারুল হক খালেক, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাহতাবউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ চৌধুরী প্রমুখ।






















