সিয়াম সরকার জানঃ তরুণ অভিনেতা ফয়সাল হাসান। নিজের অভিনয় দিয়ে অলরেডি জয় করে নিয়েছেন দর্শকদের মন। আজকের আয়োজনে আমাদের সাথে আছেন তিনি। চলুন কিছু কথাবার্তা হয়ে যাক। সাথেই থাকুন।
জানঃ কেমন আছেন আপনি?
ফয়সালঃ আছি ভালোই ভাই। আপনি কেমন আছেন?
জানঃ আছি। দিনকাল চলছে কেমন আপনার?
ফয়সালঃ দিনকাল চলছে আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে ভালোই চলছে। কাজের মধ্যে দিয়েই যাচ্ছে সব কিছু।
জানঃ নতুন কাজ কী কী করলেন?
ফয়সালঃ নতুন কাজের মধ্যে বেশ কিছু নাটকের শ্যুটিং শেষ করেছি। ধারাবাহিক নাটকও করছি বেশ কিছু। আবার দুটো নাটক বের হলো। একটি এসেছে মিউজিক আর্ট ড্রামার ব্যানারে, নাটকটির নাম ব্যাচেলর নাইট। আরেকটি আমার আর ফারজানা রিক্তার সাইলেন্ট লাভ৷ সামনে আরও আসবে। মিউজিক ভিডিও করলাম বেশ কয়েকটা। সব মুক্তির অপেক্ষায় আছে।
জানঃ আচ্ছা৷ অভিনয়ের জগতে আসলেন কী করে?
ফয়সালঃ অভিনয় জগতে আমার বিচরণ মূলত অভিনয়ের প্রতি ভালোবাসা ও গভীর আগ্রহবোধ থেকে৷ ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি একটা ঝোঁক ছিলো। থিয়েটারও করেছি। তারপর মিউজিক ভিডিওর মাধ্যমে এসেই গেলাম।
জানঃ আচ্ছা। এতোদিন ধরে কাজ করছেন আপনার কী কোনো আক্ষেপ আছে?
ফয়সালঃ আক্ষেপের কথা বলতে গেলে বেশ কিছু কথাই বলা যায়। আমার খারাপ লাগে নতুনদের সুযোগ না দেয়ার ব্যাপারটা। সবাই চেনামুখ নিয়েই মেতে থাকে বেশি। আমার কথা হচ্ছে আজ যারা নতুন কাল তারাই চেনামুখ হতে পারে তাই না? নতুন সুযোগ দেয়ার জায়গাটা আরও বড় করা দরকার বলে আমি মনে করি৷
জানঃ হুম। অভিনয়ের পাশাপাশি আর কিছু করেন কী?
ফয়সালঃ আগে জব করতাম বাট এখন করি না। অভিনয়েই চলে যায়৷
জানঃ খুব ভালো কথা। আগামী দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?
ফয়সালঃ আগামী দশ বছর পর নিজেকে একজন সফল অভিনেতা হিসেবে দেখতে চাই।
জানঃ এই জগতে কী ছেলেদের বেলায় কাস্টিং কাউচের মুখোমুখি হতে হয়?
ফয়সালঃ হা হা হা। এ কি বললেন ভাই! হা হা হা।
জানঃ হা হা হা৷ আয়োজন কেমন লাগলো?
ফয়সালঃ খুবই ভালো। আপনার কথাগুলো ভালো লাগলো ভাই। ভালো লাগে এমন আড্ডা দিতে৷
জানঃ আমার ও দৈনিক আস্থা’র পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।