কিছু পরিবর্তনের মাধ্যমে বর্তমান আইওএস ব্রাউজারের তৃতীয় বর্ষপূর্তি পালন করছে অপেরা। এখন থেকে অ্যাপটিকে আর ‘অপেরা টাচ’ নামে পাওয়া যাবে না। নাম সংক্ষেপ করে শুধু ‘অপেরা’ করা হয়েছে। এছাড়া অ্যাপটির ডিজাইনে বেশ পরিবর্তন এসেছে। আগের বেগুনির পরিবর্তে লাল আইকন যুক্ত করা হয়েছে।
নিচের বার ও ফাস্ট অ্যাকশন বাটনেও নতুন আইকন যুক্ত হয়েছে। বাবলস ও বিভিন্ন এলিমেন্ট থেকে শ্যাডো সরিয়ে ফেলা হয়েছে। অর্থ পুরো অ্যাপের রঙের পরিবর্তন এনেছে অপেরা। খবর ম্যাশেবল।
অপেরা বলছে, গত এক বছরে অপেরার আইওএস ব্যবহারকারীর সংখ্যা ৬৫ শতাংশ বেড়েছে। আইওএস ১৪ অপারেটিং সিস্টেমে ডিফল্ট ব্রাউজার পাল্টানোর সুযোগ দেয়াকে গ্রাহক সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
গত সোমবার নতুন ডিজাইনের আইওএস অপেরা অ্যাপটি অ্যাপল অ্যাপ স্টোরে উন্মুক্ত হয়েছে। ধারাবাহিকভাবে সব গ্রাহক অ্যাপটির আপডেট পেয়ে যাবেন।