DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বরিশালে সরকারি কলেজের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

News Editor
অক্টোবর ২০, ২০২০ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে বিভিন্ন দাবিতে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)। ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগান নিয়ে সংগঠনের বরিশাল জেলা শাখার ব্যানারে আজ মঙ্গলবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনলাইনে ভর্তি পরীক্ষা নেবে না ঢাবি

সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. আল-আমীন হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লিটন চন্দ্র রায়, সদস্য এ.জেড এম হেমায়েত উদ্দিন, আলী হোসেন, অনুপম রায়, মাহাবুব আলম বাদল, মোস্তাফিজুর রহমান ও জাকির হোসেন।

বক্তারা প্রাতিষ্ঠানিক ত্রুটি জনিত কারণে কাউকে বঞ্চিত না করে প্রতিষ্ঠান সরকারীকরণের তারিখ থেকে কর্মরতদের অন্তর্ভুক্ত করে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্টদের এডহক নিয়োগ দেয়ার দাবি জানান। 

তারা বলেন, কলেজ সরকারি হওয়ার পরও প্রায় ৫ হাজার শিক্ষক সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিত হয়ে অবসরে চলে গেছেন। তারা তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮