DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট/২২, চ্যাম্পিয়ান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

Astha Desk
নভেম্বর ২, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

বশেমুরবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট/২২, চ্যাম্পিয়ান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

শাহাজান/বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

বশেমুরবিপ্রবি আন্তঃ বিভাগ ফুটবল টুনামেন্ট/২০২২ এর ফাইনাল ম্যাচে ১-০ গোলের ব্যাবধানে কৃষিবিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বশেমুরবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্ট/২০২২ এ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও কৃষি বিভাগের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

৭০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ১-০ গোলের ব্যাবধানে কৃষি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।

আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্টের এ খেলায় বিশ্ববিদ্যালয়ের ৩৪ টি ডিপার্টমেন্ট অংশগ্রহণ করেছিলেন। সাময়িক সমস্যার কারনে টুনামেন্ট এর কোয়ার্টার ফাইনাল পূর্ববর্তী খেলা পর্যন্ত বন্ধ হয়ে গেয়েছিলো। পুনরায় টুনামেন্ট এর খেলা ১ নভেম্বর থেকে শুরু হয়ে আজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

টুনামেন্টে ম্যান অব দ্যা টুর্নামেন্ট ট্রফি পেয়েছেন পলক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পলক,
সর্বোচ্চ গোলদাতার ট্রফি পেয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাশেদ, ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি পেয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জিয়া, সেরা গোল কিপার ট্রফি পেয়েছে কৃষি বিভাগের নাদিম।

চ্যাম্পিয়ান ও রানাসআপ ট্রফি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও কৃষি বিভাগের ফুটবল টিমের অধিনায়কদের হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়া বিভাগ।

এসময় মাঠে উপস্থিত ছিলেন, প্রক্টর কামরুজ্জামান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিবুর রহমান।

উল্লেখ্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ত্রিপল জয় করেছে। আন্তঃবিভাগ টুনামেন্ট/২২ এর ভলিবল, ব্যাডমিন্টন ও ফুটবল খেলায় চ্যাম্পিয়ান ট্রফি পেয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. হাসিবুর রহমান বলেন, খেলার হার জিত থাকবেই তবে দুই দলই ভালো খেলেছেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল প্লেয়ারদের তিনি ধন্যবাদ জানান এবং জয়ের ধারা অব্যহত রাখার চেষ্টা করতে বলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০