DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৪ই ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ১৪ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার পেনাং বিভাগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

News Editor
জুলাই ৫, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার পেনাং বিভাগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ এসো এক হই, অধিকারের কথা কই, প্রবাসীদের অধিকার, আমাদের অঙ্গীকার এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার পেনাং বিভাগ কর্তিক আয়োজিত প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার মালয়েশিয়ার সময় রাত:৯.৩০ মিনিট এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় গুগল মিটের মাধ্যমে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য করোনা মহামারী তে অনেক প্রবাসী ভাইয়ের মা-বাবা ভাই-বোন আত্মীয়-স্বজন মৃত্যুবরণ করেছেন বিশেষ করে কুয়ালালামপুরের একজন সহযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন ইন্তেকাল করেছেন। এবং অনেকে অসুস্থ আছেন যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১ নং যুগ্মসাধারণ সম্পাদক এস এম শাফায়েত হোসেন এর সভাপতিত্বে, পেনাং বিভাগের অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো:তোফায়েল আহমেদের সঞ্চালনায় দোয়া মাহফিলে শুরুতে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন হাফেজ ক্বারী আবু ইউসুফ, হাফেজ ক্বারী আবুল বাসার হেলালি এবং হাফেজ ক্বারী আব্দুর রাজ্জাক। উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১নং যুগ্মসাধারণ সম্পাদক এস এম শাফায়েত হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডঃ মুহাম্মদ মেহেদী মাসুদ।

সহকারী অধ্যাপক ডিপার্টমেন্ট অফ ডেভলপমেন্ট স্টাডিজ ইউনিভার্সিটি অফ মালায়। এছাড়া ও বক্তব্য রাখেন বাংলাদেশে প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ জাহিদ হাসান। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ শরীফ হোসেন।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কার্যনির্বাহী কমিটির সহ মানব পাচার প্রতিবাদ এবং পুনর্বাসন সম্পাদক মোঃ রুবেল হোসেন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখা পেনাং বিভাগের সভাপতি মোঃ রাকিব হাসান। এবং বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরা যুক্ত ছিলেন এর মধ্যে রয়েছে সৌদি প্রবাসী অধিকার পরিষদ, কুয়েত প্রবাসী অধিকার পরিষদ, এবং সিঙ্গাপুর থেকে অনেক প্রবাসী ব্যবসায়ী যুক্ত ছিলেন, বাহারাইন প্রবাসী অধিকার পরিষদ।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার বিভিন্ন বিভাগ থেকে যারা যুক্ত হয়েছিলেন। কুয়ালালামপুর বিভাগ: সভাপতি মোঃ রাশেদ। সাধারণ সম্পাদক অনিক সাহা। সিলাংগর বিভাগ: সভাপতি মোঃ শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা আহমেদ। পেরাক বিভাগ: সভাপতি মোঃ সোলায়মান হোসেন। সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রনি। পাহাং বিভাগ :সভাপতি এম কে ডি রাশেদ। সাধারণ সম্পাদক: মোহাম্মদ মানিক। জুহর বাহারু বিভাগ: সভাপতি মোঃ রায়হান।

সাধারণ সম্পাদক: ইমতাজুল ইসলাম। মালাক্কা বিভাগ: সভাপতি আসলাম হাওলাদার। সাধারণ সম্পাদক: মোঃ সুমন খান হৃদয়। পেনাং বিভাগ: সভাপতি মোঃ রাকিব হাসান। সহ-সভাপতি রমজান ফরাজী। সাধারণ সম্পাদক মোঃ সুজন খান। যুগ্মসাধারণ সম্পাদক মোঃ বিল্লাল সরকার। সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান।

দপ্তর সম্পাদক: বিন মাহমুদ সোহাগ। সহ-দপ্তর সম্পাদক: শফিকুল ইসলাম জয়। সহ অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান। প্রচার সম্পাদক: মোস্তাফিজুর রহমান। এবং পেনাং বিভাগ থেকে আরো অন্যান্য নেতাকর্মীরা যুক্ত ছিলেন। এবং আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া সহ বাংলাদেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০