শিরোনাম:
বাংলাদেশ-ভারতের আকাশ ও সড়কপথে যোগাযোগ শুরুর পরিকল্পনা
News Editor
- আপডেট সময় : ০৭:৩৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১০৯৫ বার পড়া হয়েছে
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও ভারতের মন্ত্রী পর্যায়ের বৈঠক করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সীমিত পরিসরে হলেও আকাশ ও সড়কপথে যোগাযোগ শুরুর পরিকল্পনা করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক ঘণ্টার বৈঠকটি ভার্চুয়াল মাধ্যমে হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
আরও পড়ুনঃ আকবরের হাসপাতালে চিকিৎসা খরচ আজীবন ফ্রি করলেন প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, তিস্তা চুক্তি আমরা মোটামুটি ফাইনাল করেছি; এটার ইম্প্লিমেন্ট শুরু হয়নি। কি কারণে হয়নি, আপনারা জানেন। এছাড়াও সড়কপথ খুলে দেওয়ার জন্য আহ্বান করেছি।
মন্ত্রী আরও জানান, সীমান্ত হত্যা বন্ধে দুই দেশ একমত হয়েছে।


















